করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন মুমিন মারা গেলে শহিদী মর্যাদা পাবে কি? দেখে নিন হাদিসের আলোকে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন মুমিন মারা গেলে শহিদী মর্যাদা পাবে কি? 


ইসহাক (রহঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবহিত করেন যে এটি হচ্ছে এক প্রকারের আযাব। আল্লাহ যার উপর তা পাঠাতে ইচ্ছা করেন পাঠান। কিন্তু আল্লাহ এটিকে মুমিনদের জন্য রহমত স্বরুপ বানিয়ে দিয়েছেন।


অতএব গ্নেগ রোগে কোন বান্দা যদি ধৈর্য ধারণ করে। এই বিশ্বাস নিয়ে আপন শহরে অবস্থান করতে থাকে যে! আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখছে তা ব্যতীত আর কোন বিপদ তার উপর আসবে না তাহলে সেই বান্দার জন্য থাকবে। শহীদ ব্যাক্তির সাওয়াবের সমান সাওয়াব। দাউদ থেকে নাযরও অনুরুপ বর্ণনা করেছেন।

সহিহ বোখারী হাদিস নং - ৫৩২৩

হাদিস নং - ৫৩২১
মূসা ইবনু ইসমা-ঈল (রহঃ) হাফসা বিনত সীরীন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আনাস ইবনু মালিক (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়াহইয়া কি রোগে মারা গেছে? আমি বললামঃ প্লেগ রোগে। তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্লেগ রোগের কারনে মূত্যুবরন প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত হিসাবে গণ্য।

হাদিস নং - ৫৩২২
আবূ আসিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ উদরাময় রোগে মৃত ব্যাক্তি শহীদ, আর প্লেগ রোগে মৃত ব্যাক্তি শহীদ।

হাদিস নং - ৫৩২৩